বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্রছাত্রী,পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
১।প্রশ্ন: আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক. ফেনী নদী
খ. সাঙ্গু নদী
গ. নাফ নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তর: খ. সাঙ্গু নদী
২।প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ
খ. কর্ণফুলী
গ. নবগঙ্গা
ঘ. ভাগিরথী
উত্তর: ক. নাফ
৩।প্রশ্ন: দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক. নাফ
খ. তেতুলিয়া
গ. আড়িয়াল খাঁ
ঘ. হাড়িয়াভাঙ্গা
উত্তর: ঘ. হাড়িয়াভাঙ্গা
৪।প্রশ্ন: নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
ক. খাগড়াছড়ি
খ. কক্সবাজার
গ. মৌলভীবাজার
ঘ. ময়মনসিংহ
উত্তর: ঘ. ময়মনসিংহ
৫।প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তর: ঘ. হাকালুকি
৬।প্রশ্ন: সিলেটের প্রাচীন নাম ছিল –
ক. শ্রীহট্ট
খ. জালালাবাদ
গ. শ্রীভূমি
ঘ. আফজালাবাদ
উত্তর: খ. জালালাবাদ
৭।প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুরের কবরস্থানে
খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ. বনানীতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উত্তর: ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
৮।প্রশ্ন: তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
ক. করিমগঞ্জ
খ. খোয়াই
গ. পেট্রাপল
ঘ. ডাউকি
উত্তর: ঘ. ডাউকি
৯।প্রশ্ন: বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তর: ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
১০।প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তর: খ. মহেশখালী
১১।প্রশ্ন: পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী
উত্তর: খ. চাঁদপুর
১২।প্রশ্ন: ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তর: ঘ. পটুয়াখালী
১৩।প্রশ্ন:’হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. কাপ্তাই
উত্তর: ক. কক্সবাজার
১৪।প্রশ্ন: ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ –
ক. বিজ্ঞানী
খ. সাহিত্যিক
গ. লেখক
ঘ. ভাষাবিজ্ঞানী
উত্তর: ঘ. ভাষাবিজ্ঞানী
১৫।প্রশ্ন: কুমিল্লার পূর্ব নাম কি?
ক. ত্রিপুরা
খ. জাহাঙ্গীরনগর
গ. নাসিরাবাদ
ঘ. ইসলামপুর
উত্তর: ক. ত্রিপুরা
১৬।প্রশ্ন: বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭।প্রশ্ন: সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
ক. উৎপ্রেক্ষা দোষে
খ. বাহুল্য দোষে
গ. গুরুচণ্ডালী দোষে
ঘ. আঞ্চলিক দোষে
উত্তর: গ. গুরুচণ্ডালী দোষে
১৮।প্রশ্ন: কমার(,) বিরতিকাল কতক্ষণ?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. ১ বলার দ্বিগুণ সময়
গ. ১ সেকেন্ড
ঘ. থামার প্রয়োজন নেই
উত্তর: ক. ১ বলতে যে সময় লাগে
১৯।প্রশ্ন: ইলেক বা লোপ চিহ্ন কোনটি?
ক. !
খ. ‘
গ. ?
ঘ. “”
উত্তর: খ. ‘
২০।প্রশ্ন: কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ক. স্যার উইলিয়াম জোনস
খ. স্যার উইলিয়াম কেরি
গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
ঘ. ব্রাসি হ্যালহেড
উত্তর: ঘ. ব্রাসি হ্যালহেড