প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যঃ সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলীর   

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্রছাত্রী,পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

১। প্রশ্ন: বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে?

ক. ১৯৪৪ সালে

খ. ১৯৪৫ সালে

গ. ১৯৪৬ সালে

ঘ. ১৯৪৭সালে

উত্তর: গ. ১৯৪৬ সালে

২। প্রশ্ন: জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?

ক. ২০১৬সালে

খ. ২০১৭সালে

গ. ২০১৮সালে

ঘ. ২০১৫সালে

উত্তর: খ. ২০১৭সালে

৩। প্রশ্ন: ২০১৮ সালে One Planet Summit অনুষ্ঠিত হয় কোন দেশে?

ক. ফ্রান্সে

খ. নেদারল্যান্ডসে

গ. পোল্যান্ডে

ঘ. পর্তুগালে

উত্তর: ক. ফ্রান্সে

৪। প্রশ্ন: মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

ক. ১৯৯৩ সালে

খ. ১৯৭৫ সাল

গ. ১৯৭৮ সালে

ঘ. ১৯৭৯ সালে

উত্তর: গ. ১৯৭৮ সালে

৫। প্রশ্ন: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা(IOM) এর সদর দপ্তর কোথায়?

ক. লন্ডন

খ. জেনেভা

গ. রোম

ঘ. বার্ন

উত্তর: খ. জেনেভা

৬। প্রশ্ন: ত্রিভূবন কোন দেশের বিমান বন্দর?

ক. ভারতে

খ. নেপালে

গ. থাইল্যান্ডে

ঘ. চীনে

উত্তর: খ. নেপালে

৭। প্রশ্ন: UNHCR এর সদর দপ্তর কোথায়?

ক. নিউইয়র্ক

খ. লন্ডন

গ. জেনেভা

ঘ. মাদ্রিদ

উত্তর: গ. জেনেভা

৮। প্রশ্ন: বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে স্বীকৃতি দেয়?

ক. ফিলিস্তিনকে

খ. কসোভোকে

গ. দক্ষিণ সুদানকে

ঘ. পূর্ব তিমুরকে

উত্তর: খ. কসোভোকে

৯।প্রশ্ন: বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার সদর দপ্তর কোথায়?

ক. জেনেভা

খ. নিউইয়র্ক

গ. ভিয়েনা

ঘ. রোম

উত্তর: ঘ. রোম

১০। প্রশ্ন: ইউরো জোন কতটি দেশের সমন্বয়ে গঠিত?

ক. ১৭ টি

খ. ১৯টি

গ. ২৫টি

ঘ. ২৮টি

উত্তর: খ. ১৯টি

১১। প্রশ্ন: বার্লিন সংকটের সৃষ্টি হয় কোন সালে?

ক. ১৯৬১ সালে

খ. ১৯৬২ সালে

গ. ১৯৬০ সালে

ঘ. ১৯৫৮ সালে

উত্তর: ঘ. ১৯৫৮ সালে

১২। প্রশ্ন: সিডনি লজ অবস্থিত কোন দেশে?

ক. অস্ট্রেলিয়া

খ. ইংল্যান্ড

গ. আমেরিকা

ঘ. স্কটল্যান্ড

উত্তর: ঘ. স্কটল্যান্ড

১৩। প্রশ্ন: কেসিএনএ কোন দেশের সংবাদ সংস্থা?

ক. কিউবার

খ. সিল্যান্ডের

গ. ইসরায়েলের

ঘ. উত্তর কোরিয়ার

উত্তর: ঘ. উত্তর কোরিয়ার

১৪। প্রশ্ন: বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়?

ক. রোম

খ. ভিয়েনা

গ. জেনেভা

ঘ. লন্ডন

উত্তর: গ. জেনেভা

১৫। প্রশ্ন: কত সালে জার্মানী বিভক্ত হয়?

ক. ১০৪৫ সালে

খ. ১৯৪৭ সালে

গ. ১৯৪৮ সালে

ঘ. ১৯৪৯ সালে

উত্তর: ঘ. ১৯৪৯ সালে

১৬।প্রশ্ন: আটলান্টিক ওয়াল কোথায় অবস্থিত?

ক. যুক্তরাষ্ট্রে

খ. জার্মানীতে

গ. ফ্রান্সে

ঘ. বেলজিয়ামে

উত্তর: গ. ফ্রান্সে

১৭। প্রশ্ন: ওয়াল্ড ওয়াচ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭১ সালে

খ. ১৯৭২ সালে

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৭৮ সালে

উত্তর: গ. ১৯৭৪ সালে

১৮। প্রশ্ন: বহুল আলোচিত ‘গুয়াম’ দ্বীপটি কোন মহাসাগরের একটি দ্বীপ ?

ক. প্রশান্ত মহাসাগর

খ. ভারত মহাসাগরে

গ. আটলান্টিক মহাসাগরে

ঘ. উত্তর মহাসাগরে

উত্তর: ক. প্রশান্ত মহাসাগর

১৯। প্রশ্ন: স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

ক. সুইডেন ও যুক্তরাজ্য

খ. নরওয়ে ও যুক্তরাজ্য

গ. নরওয়ে ও সুইডেন

ঘ. নরওয়ে ও জার্মানি

উত্তর: গ. নরওয়ে ও সুইডেন

২০।প্রশ্ন: আইফেল টাওয়ারের স্থপতি কে?

ক. গুস্তাব আইফেল

খ. বরিস পেস্তারনেক

গ. বার্থোলডি

ঘ. স্টিফেন সোভেস্ট্রে

উত্তম: ঘ. স্টিফেন সোভেস্ট্রে

২১।প্রশ্ন: ICAN কোন ধরনের সংস্থা?

ক. পরিবেশ সংস্থা

খ. স্বেচ্ছাসেবি সংস্থা

গ. মানবাধিকার সংস্থা

ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট

উত্তর: ক. পরিবেশ সংস্থা

২২। প্রশ্ন: ইনন পরিকল্পনা কোন দেশ কর্তৃক প্রনীত হয়?

ক. চীন

খ. ইসরাইল

গ. আমেরিকা

ঘ. ভ্যাটিকান সিটি

উত্তর: খ. ইসরাইল

২৩। প্রশ্ন: কুখ্যাত কারাগার ‘ইনসেন’ কোথায় অবস্থিত?

ক. মায়ানমার

খ. ইরাক

গ. সিরিয়া

ঘ. লিবিয়া

উত্তর: ক. মায়ানমার

২৪। প্রশ্ন: দক্ষিন আফ্রিকার আইনসভা সংক্রান্ত রাজধানীর নাম কি?

ক. প্রিটোরিয়া

খ. কেপটাউন

গ. জোহান্সবার্গ

ঘ. ব্লোয়েম ফোনটেইন

উত্তর: খ. কেপটাউন

২৫। প্রশ্ন: পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?

ক. ১৯৪৬ সালে

খ. ১৯৪৭ সালে

গ. ১৯৪৮ সালে

ঘ. ১৯৪৯ সালে

উত্তর: খ. ১৯৪৭ সালে

২৬। প্রশ্ন: দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ হয় কত সালে?

ক. ২০১৩সালে

খ. ২০১৪সালে

গ. ২০১৫সালে

ঘ. ২০১৬সালে

উত্তর: খ. ২০১৪সালে

২৭। প্রশ্ন: চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশের?

ক. হুন

খ. মরো

গ. জিনজিং

ঘ. তুর্কি

উত্তর: ঘ. তুর্কি

২৮। প্রশ্ন: হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?

ক. ভারত মহাসাগর

খ. বঙ্গোপসাগর

গ. আরব সাগর

ঘ. মান্নার উপসাগর

উত্তর: ক. ভারত মহাসাগর

২৯। প্রশ্ন: কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?

ক. আলবেনিয়া

খ. সার্বিয়া

গ. হাঙ্গেরি

ঘ. লাটভিয়া

উত্তর: ঘ. লাটভিয়া

৩০। প্রশ্ন: সৌদি আরব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

ক.আব্দুল আজিজ বিন সৌদ

খ.বাদশাহ বিন ফয়সাল

গ.বাদশাহ সোলায়মান

ঘ.উমর আবুল আজিজ

উত্তর: ক.আব্দুল আজিজ বিন সৌদ

৩১। প্রশ্ন: কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান?

ক. সাধারন পরিষদ

খ. নিরাপত্তা পরিষদ

গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

ঘ. অছি পরিষদ

উত্তর: খ. নিরাপত্তা পরিষদ

৩২। প্রশ্ন: “What Happened” গ্রন্থের রচয়িতা?

ক. হিলারি ক্লিনটন

খ. অং সান সুচি

গ. বারাক ওবামা

ঘ. ফ্রান্সিস ফুকুয়ামা

উত্তর: ক. হিলারি ক্লিনটন

৩৩।প্রশ্ন: মালয়েশিয়ায় ‘তুন’ খেতাবটি কী ধরনের?

ক. সর্বোচ্চ মানবাধিকার খেতাব

খ. অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য

গ. সর্বোচ্চ সাহিত্য পুরস্কার

ঘ. সম্মানসূচক খেতাব

উত্তর: খ. অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য

৩৪।প্রশ্ন: ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

ক. আর্থার বেলফোর

খ. মোনাটেম বেগন

গ. থিওডোর হার্জেল

ঘ. ব্যারন এডমন্ড

উত্তর: গ. থিওডোর হার্জেল

৩৫। প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?

ক. হ্যারি এস ট্রুম্যান

খ. ড. উড্রো উইলসন

গ. রুজভেল্ট

ঘ. আইজেন হাওয়ার

উত্তর: ঘ. আইজেন হাওয়ার

Leave a Comment