বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্রছাত্রী,পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
১। প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার
২। প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক
৩। প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়
৪। প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা
৫। প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট
৬। প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট
৭। প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা
৮। প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি
৯। প্রশ্ন:কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর:৭ ডিসেম্বর ২০১৪
১০। প্রশ্ন:কতটি জেলার সাথে সংযোগ করবে?
দক্ষিণের ২১ জেলা
১১। প্রশ্নঃ এর সংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)
১২। প্রশ্ন :পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)
১৩। প্রশ্ন : জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৯৩
১৪। প্রশ্ন : জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান
১৫। প্রশ্ন : UNESCO এর সদস্য দেশ কয়টি?
উত্তর: ১৯৩
১৬। প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংক এর সর্বশেষ সদস্য নিউই সংস্থাটির কততম সদস্য?
উত্তর: ৬৮
১৭। প্রশ্ন : কমনওয়েলথ এর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৪টি
১৮। প্রশ্ন : কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তর: রুয়ান্ডা
১৯। প্রশ্ন : এশিয়া মহাদেশে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা?
উত্তর: ৭টি
২০। প্রশ্ন : সার্কের বর্তমান সদস্য সংখ্যা হল?
উত্তর: ৮টি
২১। প্রশ্ন : সার্কের নতুন সদস্য দেশ কোনটি ?
উত্তর: আফগানিস্তান
২২। প্রশ্ন : সার্ক এর অষ্টম সদস্য দেশ?
উত্তর: আফগানিস্তান
২৩। প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল
২৪। প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে
২৫। প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।