বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্রছাত্রী,পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১। প্রশ্ন: আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?
উত্তর: নেদারল্যান্ডসে ।
২। প্রশ্ন: চীনের দুঃখ কোন নদী ?
উত্তর: হোয়াংঘো ।
৩। প্রশ্ন: ক্যাঙ্গারুর দেশ কোনটি ?
উত্তর: অস্ট্রেলিয়া ।
৪। প্রশ্ন: গেটওয়াল কোথায় অবস্থিত ?
উত্তর: গেটওয়াল চীন দেশে ।
৫। প্রশ্ন: নদীমাতৃক দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।
৬। প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশে ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।
৭। প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি ?
উত্তর: মসকোর ঘণ্টা ।
৮। প্রশ্ন: জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম মুসলিম কোনটি ?
উত্তর: ইন্দোনেশিয়া ।
৯। প্রশ্ন: ত্রিভূবন কোন দেশের বিমান বন্দর?
উত্তর: নেপালের
১০। প্রশ্ন: সূর্যোদয়ের দেশ কোনটি ?
উত্তর: জাপান ।
১১। প্রশ্ন: সিন্ধু নদ কোথায় অবস্থিত ?
উত্তর: পাকিস্তানে ।
১২। প্রশ্ন: সাদা হাতির দেশ কোনটি ?
উত্তর: থাইল্যান্ড ।
১৩। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি ?
উত্তর: তৈগা বনভূমি (সাইবেরিয়া, রাশিয়া) ।
১৪। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে রাবারের রাস্তা আছে ?
উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে ।
১৫। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় বই কোনটি ?
উত্তর: জার্মান প্রিন্স এটলাস, ওজন ৬৭ মন ।
১৬। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি ?
উত্তর: লাইব্রেরি অব কংগ্রেস ।
১৭। প্রশ্ন: নীল-নদ কোথায় অবস্থিত ?
উত্তর: মিশরে অবস্থিত ।
১৮। প্রশ্ন: আমাজান নদী কোথায় অবস্থিত ?
উত্তর: দক্ষিণ আমেরিকায় অবস্থিত ।
১৯। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি ?
উত্তর: মিসিসিপি ।
২০। প্রশ্ন: কঙ্গো নদী কোথায় অবস্থিত ?
উত্তর: আফ্রিকায় ।
২১। প্রশ্ন: হোয়াংহো নদী কোথায় অবস্থিত ?
উত্তর: চীন দেশে অবস্থিত ।
২২। প্রশ্ন: আফ্রিকার জনবহুল দেশ কোনটি ?
উত্তর: নাইজেরিয়া ।
২৩। প্রশ্ন: বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি ?
উত্তর: চীনদেশ ।
২৪। প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি ?
উত্তর: হিমালয় পর্বতমালা ।
২৫। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি ?
উত্তর: সাহারা মরুভূমি ।
২৬। প্রশ্ন: কোন দেশকে নীল নদের দেশ বলা হয় ?
উত্তর: মিশরকে ।
২৭। প্রশ্ন: বিশ্বের কোন নদীতে মাছ নেই ?
উত্তর: জর্ডান নদীতে ।
২৮। প্রশ্ন: মিসিসিপি নদী কোথায় অবস্থিত ?
উত্তর: আমেরিকা ।
২৯। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে সাপ নেই ?
উত্তর: হাওয়াই দ্বীপও আইসল্যান্ডে ।
৩০। প্রশ্ন: কোন দেশে কাক নেই ?
উত্তর: লক্ষী দ্বীপে ।
৩১। প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল কোথায় অবস্থিত ?
উত্তর: আমেরিকার শিকাগো শহরে ।
৩২। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি ?
উত্তর: রিজেন্ট পার্ক, লন্ডন ।
৩৩। প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হুদ কোনটি ?
উত্তর: কাসিয়ান সাগর ।
৩৪। প্রশ্ন: মেকং নদী কোথায় অবস্থিত ?
উত্তর: ইন্দেচীন (ভিয়েত নাম, কম্বোড়িয়া লাওস) ।
৩৫। প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সাগর কোনটি ?
উত্তর: দক্ষিণ চীন সাগর ।
৩৬। প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি ?
উত্তর: কোপা ।
৩৭। প্রশ্ন: মাউন এভারেষ্ট কোথায় অবস্থিত ?
উত্তর: নেপাল ও তিব্বতের মধ্যে অবস্থিত ।
৩৮। প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ?
উত্তর: ভূমধ্যসাগর ।
৩৯। প্রশ্ন: পৃথিবীর গভীরতম খাল কোনটি ?
উত্তর: পানামা খাল ।
৪০। প্রশ্ন: পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?
উত্তর: ম্যারিয়ান টেন্স ।
৪১। প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উত্তর: বইকাল হ্রদ।
৪২। প্রশ্ন: মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।
৪৩। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উত্তর: মেসোপটেমিয়ার ।
৪৪। প্রশ্ন: গুয়ানতানোম বান্দরশাল কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা ।
৪৫। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী নেই ?
উত্তর: মালদ্বীপ ।