বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু এক কথায় প্রকাশ যা ছাত্রছাত্রী, প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে,আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ।
যা জলে চরে = জলচর
মুক্তি কামনা করে যে = মুক্তিকামী
যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ
যার কাজ করার শক্তি আছে = সক্ষম
নিশাকালে চরে বেড়ায় যে = নিশাচর
যা পূর্বে ঘটেনি = অভূতপূর্ব
যা বুকে হাঁটে = সরীসৃপ
বিচার নেই এমন = অবিচার্য
যার অন্য উপায় নেই = অনন্যোপায়
যার অন্ত নেই = অন্তহীন
মেধা আছে যার = মেধাবী
বাঘের ডাক = গর্জন
ব্যাকরণ জানেন যিনি = বৈয়াকরণ
মৃতের মতো অবস্থা = মুমূর্ষু
যার শত্রু জন্মায়নি = অজাতশত্রু
জানা নেই যা = অজ্ঞাত
যার বিশেষ খ্যাতি আছে = বিখ্যাত
জলে ও স্থলে চরে যে = উভচর
মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু
জায়া ও পতি = দম্পতি
নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর
জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত
যার কোনো কিছুতে ভয় নেই = অকুতোভয়
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে = নাবিক
নদীমাতা যার = নদীমাতৃক।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।