বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১. ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. বুক খ. অ্যাপস গ. ইন্টারনেট ঘ. ই-বুক
২।কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কী?
ক) মৃত্যুক্ষুধা খ) বাঁধনহারা গ) রিক্তের বেদন ঘ) কুহেলিকা
৩।কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না?
ক) রাখাইন খ) মণিপুরি গ) খাসিয়া ঘ) নাগা
৪।কোন দেশে বাংলা দ্বিতীয় জাতীয় ভাষা?
ক) রুয়ান্ডা খ) সুদান গ) গায়ানা ঘ) সিয়েরা লিওন
৫। ব্যান্ডউইডথ কী?
ক. ডেটা প্রবাহের হার খ. ডেটা প্রবাহের মাধ্যম গ. ডেটা প্রবাহের দিক ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি
৬।ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়?
ক) বাংলা একাডেমি খ) শিশু একাডেমি গ) ভাষা শিক্ষা একাডেমি ঘ) চারুকলা একাডেমি
৭।বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯৫৪ খ্রিস্টাব্দ খ) ১৯৫৫ খ্রিস্টাব্দ গ) ১৯৫৬ খ্রিস্টাব্দ ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দ
৮।বরেন্দ্র জাদুঘর কোন জেলায়?
ক) নওগাঁ খ) রাজশাহী গ) জয়পুরহাট ঘ) নাটোর
৯।রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে?
ক) ১৯১৭ খ্রিস্টাব্দ খ) ১৯১৮ খ্রিস্টাব্দ গ) ১৯১৯ খ্রিস্টাব্দ ঘ) ১৯২০ খ্রিস্টাব্দ
১০। টেকনাফ কোন জেলায় অবস্থিত?
ক) কক্সবাজার খ) ফেনী গ) রাঙামাটি ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তরগুলো জেনে নেই :
১)ঘ) ই-বুক ২) খ) বাঁধনহারা ৩) ঘ) নাগা ৪) ঘ) সিয়েরা লিওন ৫) ক) ডেটা প্রবাহের হার ৬) ক) বাংলা একাডেমি ৭) খ) ১৯৫৫ খ্রিস্টাব্দ 8) খ) রাজশাহী ৯) গ) ১৯১৯ ১০) ক) কক্সবাজার
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।