বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
উত্তর : নিউট্রন ও প্রোটন
২। গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ?
উত্তর : সালফিউরিক
৩। সুষম খাদ্যের উপাদান কয়টি ?
উত্তর : ৬টি
৪। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ?
উত্তর : খেসারী
৫। ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে ?
উত্তর : অগ্ন্যাশয় হতে
৬। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর : গ্লাইকোজেন
৭। কোন খাদ্যে প্রোটিন বেশি ?
উত্তর : গরুর মাংস
৮। ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে ?
উত্তর : নোইট্রোজেন
৯। হাড় ও দাঁতকে মজবুত করে –
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
১০। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ?
উত্তর : অক্সিজেন পরিবহণ করা
১১। সুনামীর কারণ হল –
উত্তর : সমুদ্রের তলদেশে ভূমিকম্প
১২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় –
উত্তর : শুশুক
১৩। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?
উত্তর : বৃষ্টিপাত
১৪। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর : পানি সেচ
১৫। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?
উত্তর : তামা
১৬। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর : শ্বসন
১৭। নবায়নযোগ্য জ্বালানী কোনটি ?
উত্তর : পরমাণু শক্তি
১৮। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির –
উত্তর : ঘনত্ব বেশি
১৯। প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর : ইভোলিউশন
২০। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল –
উত্তর : চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।