বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৬৮ খ) ১৯৮৫ গ) ১৯৭১ ঘ) ১৯৫২
উত্তর : গ
২। ‘ফণী-মনসা’ কাব্যের রচয়িতা কে?
ক) আহসান হাবিব খ) সিকান্দার আবু জাফর গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর : ঘ
৩। অস্ট্রিক জাতির অপর নাম কী?
ক) আর্য খ) শঙ্কর গ) নিষাদ ঘ) সেমীয়
উত্তর : গ
৪। ঢাকা সর্বশেষ কবে বাংলার রাজধানী হয়?
ক) ১৬১০ খ) ১৬৬০ গ) ১৯০৫ ঘ) ১৯৪৭
উত্তর : ঘ
৫।বাংলাদেশে বিশ্ববাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) নারায়ণগঞ্জ ঘ) সিলেট
উত্তর : খ
৬। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়?
ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯ খ) ১৬ ডিসেম্বর ১৯৮০ গ) ১৬ ডিসেম্বর ১৯৮১ ঘ) ১৬ ডিসেম্বর ১৯৮২
উত্তর : ক
৭। হাজং উপজাতিদের বসবাস কোথায়?
ক) ময়মনসিংহ ও নেত্রকোনা খ) কক্সবাজার ও রামু গ) রংপুর ও দিনাজপুর ঘ) সিলেট ও মণিপুর
উত্তর :ক
৮। শায়েস্তাখানের কন্যা পরী বিবির আসল নাম কী ছিল?
ক) ইরাক দুখত খ) ইরান দুখত গ) ফরাসি দুখত ঘ) আরবি দুখত
উত্তর : খ
৯। বাংলাদেশের গণহত্যা দিবস কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৫ মার্চ গ) ২৬ মার্চ ঘ) ১৪ ডিসেম্বর
উত্তর : খ
১০। রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক) ৫৫(২) খ) ৫৬(২) গ) ৭২(১) ঘ) ৭২(২)
উত্তর : গ
১১। পদ্মা ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক) রাজশাহী খ) পাবনা গ) সিরাজগঞ্জ ঘ) দৌলতদিয়া
উত্তর : ঘ
১২। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ক) সেন্টমার্টিন খ) লালপুর গ) লালমোহন ঘ) হাজীপুর
উত্তর : ঘ
১৩। সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
ক) ১৯(১) খ)২৭ গ) ২৮(১) ঘ) ২৮(২)
উত্তর : ঘ
১৪। বাংলাদেশ মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি গোল অর্জন করতে সক্ষম হয়েছে?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
উত্তর : গ
১৫। রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক) হামিদুর রহমান খ) মৃণাল হক গ) নভেরা আহমেদ ঘ) শামিম শিকদার
উত্তর : গ
১৬। হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের কত তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন?
ক) ৪০তম খ) ৪১তম গ) ৪২তম ঘ) ৪৩তম
উত্তর : খ
১৭।কোন জেলায় একটি সংসদীয় আসন রয়েছে?
ক) কক্সবাজার খ) রাঙামাটি গ) মানিকগঞ্জ ঘ) নাটোর
উত্তর : খ
১৮। IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) রোম খ) ভিয়েনা গ) গ্লান্ড, সুইজারল্যান্ড ঘ) জেনেভা
উত্তর : গ
১৯। উহান চীনের কোন প্রদেশের রাজধানী?
ক) হুবেই খ) জিনজিয়াং গ) বেইজিং ঘ) হুনান
উত্তর :ক
২০) মানবাধিকার বাস্তবায়নের জন্য কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক) ১৯৪৮ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৬৬ সালে
উত্তর : খ
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।