পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এই মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করেছে। আসুন এখন পদ্মা বহুমুখী সেতুর খুঁটিনাটি জেনে নিই।
নাম : পদ্মা সেতু
(পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু)
ওয়েবসাইট : www.padmabridge.gov.bd
পদ্মা সেতুর প্রকল্পের নাম : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
নির্মাণকারী প্রতিষ্ঠান : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
স্থান : মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর
দৈর্ঘ্য : ৬.১৫ কিলোমিটার
পদ্মা সেতুর ভায়াডাক্ট : ৩.১৮ কিলোমিটর
প্রস্থ : ১৮.১০ মিটার
পিলারের সংখ্যা : ৪২টি
স্প্যানের সংখ্যা : ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য : ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন : ১,১৬,৩৮৮টন
পাইলের সংখ্যা : ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
পাইলের ব্যাস : ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য : ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা : ২৬৪টি (ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ : ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
নির্মাণ কাজ শুরু : ৭ই ডিসেম্বর, ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু : মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা : দৈনিক ৭৫ হাজার যানবাহন
পানির স্তর থেকে সেতুর উচ্চতা : ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি : ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা : রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
এপ্রোচ রোডের দৈর্ঘ্য : ১২ কিলোমিটার
নদীশাসন : ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল : ১০০ বছর
সেতুর মোট ব্যয় : ৩০,১৯৩.৩৯ কোটি
চালু : ২৫ জুন ২০২২।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।