সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?- ১৯৭১
২। ‘ফণী-মনসা’ কাব্যের রচয়িতা কে? -কাজী নজরুল ইসলাম
৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?- হবিগঞ্জ
৪। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?-বেগম রোকেয়া
৫। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?-পাবনা
৬। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?-হরিপুর
৭। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?-নাফ
৮। ম্যানগ্রোভ কী?-উপকূলীয় বন।
৯। বরেন্দ্র জাদুঘর কোন জেলায়?-রাজশাহী
১০। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?-সিন্ধু সভ্যতা
১১। শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?-ফারসি
১২। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?-১৭৮৯ সালে
১৩। হাজার হ্রদের দেশ কোনটি?-ফিনল্যান্ড
১৪। গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?-যুক্তরাজ্য
১৫। বাংলাদেশের বৃহত্তম জেলা-রাঙামাটি
১৬। কোন গ্যাস অগ্নি নির্বাপক-কার্বন ডাই অক্সাইড
১৭। বাংলা গদ্যের জনক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৮। কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি-হামিদুর রহমান
১৯। বাংলা ভাষায় কুরআন অনুবাদ করেন-গিরীশ চন্দ্র সেন
২০। সেন্ট মার্টিন-বাংলাদেশের একটি দ্বীপ
২১। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব-অ্যামিবা।
২২।সংসদ ভবনের স্থপতি-লুই আই কান
২৩। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার-কামরুল হাসান
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-পি জে হার্টজ
২৫। তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত-বেইজিং
২৬। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট-৪৪তম
২৭। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?-৪টি
২৮। হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত-মৌলভীবাজার
২৯। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? – ১৩৪৫
৩০। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?-শ্রীমাভো বন্দরনায়েক