সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, সরকারি-বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। ঢাকা জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?-১৯৬৩ সালে
২। মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়?- ২১ নভেম্বর ১৯৭১ সাল
৩। বর্ণালী কী?-উন্নত জাতের ভুট্টা
৪। কিলোক্যালরি কীসের একক?-খাদ্যের তাপশক্তি মাপার একক
৫। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?-বঙ্গভবন
৬। পেনিসিলিন আবিষ্কার করেন কে?-আলেকজান্ডার ফ্লেমিং
৭। জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?-৬টি
৮। বাংলাদেশে প্রথম কখন কাগজের কল স্থাপিত হয়?-১৯৫৩ সালে
৯। ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
১০। খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে কোথায়?-সিলেটে
১১। ভারত বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়?-৬ ডিসেম্বর ১৯৭১ সালে
১২। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কী?-বাংলা সাহিত্যের কথা
১৩।বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে?-ইমদাদ হোসেন
১৪। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? -মরক্কোর
১৫। কী-বোর্ডে ‘ফাংশন কী’ কয়টি?-১২টি।
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।