সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমনঃ- বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ, সরকারি-বেসরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর যা ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ (সাধারণ জ্ঞান) প্রশ্নোত্তর। দেখি সব পারি কিনা……
১। NBR এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ National Board of Revenue
২। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তরঃ মাহমুদ আব্বাস
৩। কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে
৪। পেহেলগাম কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারত শাসিত জম্বু কাশ্মীর
৫। Corridor এর বাংলা অর্থ কী?
উত্তরঃ একটি সুরক্ষিত দুর্গ ঘিরে থাকা একটি পথ
৬। বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তরঃ ৫ জুন
৭। ক্রিকেটর বাইবেল নামে খ্যাত কোনটি?
উত্তরঃ উইজডেনে ক্রিকেটার্স অ্যালমোনাক
৮। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী?
উত্তরঃ মারমা
৯। এশিয়ায় আবিষ্কৃত একমাত্র অতিভারী মৌলের নাম কী?
উত্তরঃ নিহোনিয়াম
১০। সাংহাই সহযোগিতা সংস্থা(SCO) এর সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১০টি
১১। ক্রীড়াঙ্গনের অস্কার নামে পরিচিত কোন পুরস্কার
উত্তরঃ Laureus World Sports Awards
১২। বাংলাদেশীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে কোন দেশ?
উত্তরঃ চীন
১৩। বিশ্বের সবচেয়ে উচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত?
উত্তরঃ চীন
১৪। অভ্র কীবোর্ড এর জনক কে?
উত্তরঃ মেহেদী হাসান খান
১৫। বিশ্বের বৃহত্তম উভচর বিমানের নাম কী?
উত্তরঃ এজি-৬০০
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।