গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১৩.৩৭.০০১.২২.৭ ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) Institute Management System (IMS) মডিউলে তথ্য হালনাগাদ করার তাগিদ পত্র।
সূত্র: স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১১৩.৩৭.০০১.২২.৩৫ তারিখ: ০৭/১১/২০২৩ খ্রি.
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ন্যূনতম পাঠদান অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) তথ্য ভান্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েব-বেইজড Education Management Information System (www.emis.gov.bd) এর আওতায় Institute Management System (IMS) মডিউলে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ২০২৩ সালের তথ্য হালনাগাদ করার পরিপত্র (নম্বর: ৩৭.০২.০০০০.১১৩.৩৭.০০১.২২.৩৫ তারিখ: ০৭/১১/২০২৩ খ্রি.) প্রতিষ্ঠান প্রধানগণকে প্রেরণ করা হলেও সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা হয়নি। এমতাবস্থায় আগামী ৩১/০৩/২০২৪ তারিখের মধ্যে সকল প্রতিষ্ঠানের ২০২৩ সালের তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। আগামী ৩১/০৩/২০২৪ তারিখের পরে ২০২৩ সালের তথ্য হালনাগাদ করা যাবে না এবং আগামী ০১/০৪/২০২৪ তারিখ হতে ২০২৪ সালের তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী পরিচালক
অধ্যক্ষ/প্রধান শিক্ষক (কলেজ/স্কুল এন্ড কলেজ/স্কুল)।
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১৩.৩৭,০০১.২২.৭/১ (১০) তারিখ: ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
সদয় জ্ঞাতার্থে জ্ঞাতার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। পরিচালক (সকল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;
২। পরিচালক (সকল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয় (তাঁর অঞ্চলের সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম তদারকি করার অনুরোধসহ);
৩। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ই. এম, আই, এস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
৪। আঞ্চলিক উপপরিচালক-সকল (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) (তাঁর অঞ্চলের সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম তদারকি করার অনুরোধসহ);
৫। জেলা শিক্ষা কর্মকর্তা- সকল জেলা (তাঁর জেলার সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম তদারকি করার অনুরোধসহ); ৬। প্রোগ্রামার (আঞ্চলিক কার্যালয়)- সকল অঞ্চল (তাঁর অঞ্চলের সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানের অনুরোধসহ);
৭। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল) (তাঁর উপজেলা/ থানার সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম তদারকি করার অনুরোধসহ);
৮। উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার (সকল) (তাঁর উপজেলা/ থানার সকল প্রতিষ্ঠানের তথ্য যাচাইপূর্বক সঠিক তথ্য হালনাগাদের জন্য প্রতিষ্ঠান প্রধানকে সহায়তা প্রদানের অনুরোধসহ);
৯। সহকারী প্রোগ্রামার (সকল জেলা)- (তাঁর জেলার সকল প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানের অনুরোধসহ) এবং
১০। পিএ টু মহাপরিচালক, মহাপরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জগৎ জ্যোতি বসাক
শিক্ষা পরিসংখ্যানবীদ
নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।