২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘরে বসে মোবাইলে SMS এর মাধ্যমে অথবা ওয়েবসাইট থেকে পাওয়া যাবে যেভাবে।
মোবাইলে SMS এর মাধ্যমে এইচএসসি/সমমানের ফলাফল ২০২২ দেখার নিয়মঃ
বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলের জন্য প্রথমেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
প্রি-রেজিস্ট্রেশন করতে হবে যেভাবেঃ
সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্যঃ HSC <স্পেস> বোর্ড <স্পেস> রোল <স্পেস> সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<স্পেস> MAD <স্পেস> রোল <স্পেস> সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- HSC <স্পেস>TEC <স্পেস> রোল <স্পেস> সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে।
অনলাইনে এইচএসসি/সমমানের ফলাফল ২০২২ দেখার নিয়মঃ
২০২২ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এ প্রবেশ করুন। এরপর HSC/Alim নিবার্চন করুন, তারপর বছর এর ঘরে ২০২২ নির্বাচন করুন, এভাবে পর্যায়ক্রমে Education Board এর নামের তিন অক্ষর, HSC Exam Roll Number, HSC Registration Number, বামে পার্শ্বের ঘরে প্রদর্শিত অংকের যোগফল লিখুন। যেমনঃ (2+3=5), সবশেষে Submit বাটনে এ Click করে কাঙ্ক্ষিত ফলাফল দেখুন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এইচএসসি/সমমানের পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন
বিভিন্ন বোর্ডের নামের তিন অক্ষর যেমনঃ DHA = Dhaka Board, COM = Comilla Board, RAJ = Rajshahi Board, JES = Jessore Board, CHI= Chittagong Board, BAR = Barisal Board, SYL = Sylhet Board, DIN = Dinajpur Board, MYM=Mymensingh Board, MAD = Madrassah Board, TEC= Technical Board.
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সহ শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।