প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপের আবেদন

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষকদের কাছ থেকে ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএইচডি ফেলোশিপের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি কোর্সে ভর্তিকৃত-অধ্যয়নরত গবেষকদের কাছ থেকে এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

আরও দেখুনঃ ২০২৪-২৫ অর্থবছরের এপিএ নির্দেশিকা

গবেষণার অধিক্ষেত্র হলো—

১। সামাজিক বিজ্ঞান (Social Science);

২। কলা ও মানবিক (Arts & Humanities);

৩। ব্যবসায় শিক্ষা (Business Studies);

৪। সমুদ্র বিজ্ঞান (Marine Science):

৫।  আইন (Law);

৬। ভৌত বিজ্ঞান (Physical Science);

৭। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলম্বি (Engineering & Technology);

৮। বিজ্ঞান (Science);

৯। জীব বিজ্ঞান (Biological Science);

১০। শিক্ষা ও উন্নয়ন (Education & Development);

১১। চিকিৎসা বিজ্ঞান (Medical science);

১২। চারু ও কারু (Fine Arts);

১৩। কৃষি বিজ্ঞান (Agricultural Science);

১৪। ধর্মীয় শিক্ষা (Religious Studies)।

আবেদনের নিয়ম ও শর্তাবলিঃ

ক. গবেষকগণ অনলাইনে www.eservice.pmeat.gov.bd/mnp আবেদন করবেন।

খ. আগামী ২২ এপ্রিল ২০২৪ খ্রি: হতে ২০ মে ২০২৪ খ্রি:  তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

গ. সমগ্র শিক্ষা জীবনে ন্যূনতম ২টি প্রথম বিভাগ (জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০ থাকতে হবে।

ঘ. ফেলোশিপের জন্য আবেদন জমাদানের তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

ঙ. অনলাইনে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি (সনদ ও মার্কশিট), পিএইচডি কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের কপি, গবেষণা প্রস্তাবনা (synopsis), বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র সংযোজন (Upload) করতে হবে।

চ. অনলাইনে পুরণকৃত আবেদনপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ (০২ সেট আবেদন) আবেদনের শেষ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মধ্যে সরাসরি/ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর প্রেরণ করতে হবে।

ছ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কপি সংযোজন (Upload) করতে হবে।

জ. কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যে কোনো আবেদন বিবেচনা/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

ঝ. বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে www.pmeat.gov.bd সংক্রান্ত নির্দেশিকাসহ অন্যান্য বিষয়াদি দেখা যেতে পারে।

হট লাইন: ০১৭২৪৫৯৬৬৭৬
০১৭৭৮৯৫৮৩৫৬
০১৭৭৮৯৬৪১৫৬

facebook নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।

177