উপায় একাউন্ট খোলার নিয়ম

আজ আপনাদেরকে জানাব কিভাবে সহজেই মোবাইল অ্যাাপের মাধ্যমে একটি “উপায়” একাউন্ট খুলতে পারবেন। United Commercial Bank থেকে প্রচলিত মোবাইল ব্যাংকিং সেবা প্রদান কারী প্রতিষ্ঠান হল “উপায়”। এটি বর্তমান সময়ে বহুল জনপ্রিয় এবং ব্যবহারের দিক থেকে সহজ ও নিরাপদ, চলুন এবার জেনে নিই কিভাবে ঘরে বসেই “উপায়” একাউন্ট খুলতে পারবেন।

“উপায়” অ্যাপ থেকে “উপায়” অ্যাকাউন্ট খোলার পদ্ধতিঃ

অ্যাপ থেকে “উপায়” একাউন্ট খোলা অনেক সহজ, এজন্য আপনার ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন লাগবে। আপনি ঘরে বসেই “উপায়” একাউন্ট খুলতে পারবেন।

উপায় অ্যাপ থেকে “উপায়” একাউন্ট খুলতে –

* play store থেকে “Upay App” ডাউনলোড করুন,

* “উপায়” অ্যাপটি Install করুন,

* এরপর অ্যাপটি ওপেন করুন,

* Registration Option এ ক্লিক করুন,

* Mobile Number দিয়ে Operator Select করে Verify Number এ Click করুন,

* Verify Number এ Click করার পর মোবাইলে একটি OTP কোড আসবে এবং এটি Auto নিয়ে নিবে,

* তারপর জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি তুলে আপলোড করুন,

* এরপর NID Verify (করতে হবে) করুন,

* Your Occupation (পেশা কি), Gender Select করে, Email Address (optional) দিয়ে Confirm এ Click করুন,

* Confirm এ Click করার পর NID কার্ড এর তথ্য দেখা যাবে এবং ভুল থাকলে সংশোধন করুন,

* তারপর Present Address বসিয়ে Term and Conditions এ I agree with you Select করে Confirm এ Click করুন,

* এরপর এলোমেলো 4 Digit Pin বসিয়ে Confirm এ Click করলে আপনার “উপায়” একাউন্ট সফলভাবে তৈরি হয়ে যাবে।

উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হলে “উপায়” একাউন্ট সফলভাবে তৈরি হবে এবং আপনার দেওয়া মোবাইল নম্বর ও Pin দিয়ে “উপায়” এ  login করে এর সকল সেবা উপভোগ করতে পারবেন।

Leave a Comment