নেকটারে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়া কর্তৃক ২০২৪-২০১৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকগণের নিকট হতে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে দরখাস্ত আহবান করা হয়েছে।

নেকটারের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন  

আরও পড়ুন ২০২৪-২৫ অর্থবছরের এপিএ নির্দেশিকা

প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে প্রস্তুতকৃত প্যানেল হতে ধারবাহিকভাবে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে……………………

আবেদনের শর্তাবলী:

১। ইতোমধ্যে যারা নেকটার, বগুড়া হতে ৩০ দিন মেয়াদী আইসিটি বিষ্যাক কোর্স সম্পন্ন করেছেন (২০১৬-২০১৭ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত) তাদের আবেদন করার প্রয়োজন নেই;

২। আবেদনকারীকে তাঁর প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজিং কমিটির সভাপতির নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক আবেদন করতে হবে;

৩। গর্ভবর্তী নারী, হ্রদ্ররোগ, ডায়বেটিস, কিডনী জটিলতাসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত এবং ৫২ বছরের উরে প্রার্থীদের আবেদন করার দরকার নেই;

৪। বিস্তারিত তথ্যাদি www.nactar.gov.bd/www.nactar.org ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধরিত লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে।

facebook নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।

87