নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর ২০২৩ এ অফিসার ক্যাডেট ব্যাচে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে ১৬ মে, ২০২২ পর্যন্ত।
বিজ্ঞপ্তির (pdf) ডাউনলোড করুন এখানে
আবেদনের যোগ্যতাঃ
বয়স সীমাঃ ০১ জানুয়ারী ২০২৩ তারিখে, প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শারীরিক মান (ন্যূনতম)ঃপুরুষ
উচ্চতাঃ ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪’’)
ওজনঃ ৫০ কেজি
বুকের মাপঃ স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০’’)
সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২’’)
শারীরিক মান (ন্যূনতম)ঃ মহিলা
উচ্চতাঃ ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২’’)
ওজনঃ ৪৭ কেজি
বুকের মাপঃ স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮’’)
সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০’’)
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)ঃ
প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগে)/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।
অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬ টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ)।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগে)/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।
(২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষারথী পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। তবে, যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।)
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
জাতীয়তাঃ শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
আবেদনের জন্য এখানে ক্লিক করুন
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে………..