বীরশ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে। আসুন এবার দেখে নিই বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মস্থান, জন্ম তারিখ, পদবী ও শহীদ হওয়ার তারিখঃ
১) নামঃ মহিউদ্দিন জাহাঙ্গীর
পিতার নামঃ আব্দুল মোতালেব হাওলাদার
মাতার নামঃ সাফিয়া বেগম
জন্মস্থানঃ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন
জন্ম তারিখঃ ৭ই মার্চ, ১৯৪৯
পদবীঃ ক্যাপ্টেন
শহীদ হনঃ ডিসেম্বর ১৪, ১৯৭১।
২) নামঃ হামিদুর রহমান
পিতার নামঃ আক্কাস আলী মন্ডল
মাতার নামঃ মোসাম্মাৎ কায়মুন্নেসা
জন্মস্থানঃ ঝিনাইদহ জেলার (তদানিন্তন যশোর জেলার) মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন
জন্ম তারিখঃ ২ ফ্রেব্রুয়ারি, ১৯৫৩
পদবীঃ সিপাহী
শহীদ হনঃ অক্টোবর ২৮, ১৯৭১।
৩) নামঃ মোহাম্মদ মোস্তফা কামাল
পিতার নামঃ হাবিবুর রহমান
মাতার নামঃ মোসাম্মাৎ মালেকা বেগম
জন্মস্থানঃ ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন
জন্ম তারিখঃ ১৬ ডিসেম্বর, ১৯৪৭
পদবীঃ সিপাহী
শহীদ হনঃ এপ্রিল ১৮, ১৯৭১।
৪) নামঃ মোহাম্মদ রুহুল আমিন
পিতার নামঃ আজহার পাটোয়ারী
মাতার নামঃ জোলেখা খাতুন
জন্মস্থানঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাঘপাঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন
জন্ম তারিখঃ ১৯৩৫ সালের জুন মাস
পদবীঃ ইঞ্জিনরুম আর্টিফিসার
শহীদ হনঃ ডিসেম্বর ১০, ১৯৭১।
৫) নামঃ মতিউর রহমান
পিতার নামঃ মৌলভী আবদুস সামাদ
মাতার নামঃ সৈয়দা মোবারকুন্নেসা খাতুন
জন্মস্থানঃ পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের “মোবারক লজ”-এ জন্মগ্রহণ করেন
(পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে)
জন্ম তারিখঃ ২৯ অক্টোবর, ১৯৪১
পদবীঃ ফ্লাইট লেফটেন্যান্ট
শহীদ হনঃ আগস্ট ২০, ১৯৭১।
৬) নামঃ মুন্সি আব্দুর রউফ
পিতার নামঃ মুন্সি মেহেদি হাসান
মাতার নামঃ মাতা মুকিদুন্নেসা
জন্মস্থানঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুরে গ্রামে জন্মগ্রহণ করেন
জন্ম তারিখঃ ০১ মে, ১৯৪৩
পদবীঃ ল্যান্স নায়েক
শহীদ হনঃ ৮ এপ্রিল, ১৯৭১।
৭) নামঃ নূর মোহাম্মদ শেখ
পিতার নামঃ মোহাম্মদ আমানত শেখ
মাতার নামঃ জেন্নাতুন্নেসা
জন্মস্থানঃ নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন
জন্ম তারিখঃ ২৬ ফ্রেব্রুয়ারী, ১৯৩৬
পদবীঃ ল্যান্স নায়েক
শহীদ হনঃ ০৫ সেপ্টেম্বর , ১৯৭১।