মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক শিক্ষক সমিতি (PTA) গঠন ৩০ এপ্রিল এর মধ্যে

মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য “অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩”।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

   E-mail: pbgsedp2021@gmail.com

স্মারক নং-পিবিজিএসআই/এসইডিপি/পিটিএ/৪১/২০২২/ ১২৬                            তারিখ: ২৮/০২/২০২৪ খ্রি.

বিষয়: সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠন প্রসঙ্গে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের প্রস্তাবিত “অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা ২০২৩” শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে (স্মারক নম্বর: ৩৭,০০,০০০০.০৮১,৩৬.০০৪.২০-১৭; তারিখ ৩১ জানুয়ারি ২০২৪ খ্রি.)। সে অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ২০২৪ খ্রি.-এর মধ্যে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায় নির্ধারিত তারিখের মধ্যে অনুমোদিত নীতিমালা অনুযায়ী সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠনের নির্দেশনা প্রদান ও পিটিএ গঠনে প্রতিষ্ঠানসমূহকে সহায়তার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা ২০২৩।

স্বাক্ষরিত

(প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ)

স্কিম পরিচালক

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা ২০২৩ দেখতে এখানে ক্লিক করুন

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা

 

facebook নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে ডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।

ডেইলি স্টাডি নিউজডেইলি স্টাডি নিউজ ডট কম শিক্ষা বিষয়ক ব্লগের সর্বশেষ আপডেট পেতে Google News অনুসরণ করুন।

5